• বিনোদন

    ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা

      প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১:২৭:১১ প্রিন্ট সংস্করণ

    মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারে দর্শকদের সিরিজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় সিরিজটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।
    ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রত্যেক স্ত্রীর জীবনেই আব্বাস একেক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেলপার সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ জুন।



    আরও খবর

    Sponsered content