• Uncategorized

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৯:২৯:২৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
    আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা, মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর-২০২৫ সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজউদ্দিন খাঁন, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবুল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও আমঝুপী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম ও পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার।
    অন্যদিকে পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন, এর মধ্যে ছিলেন বাংলাদেশ হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদের মেহেরপুর জেলা আহ্বায়ক মাধব চন্দ্র ভাস্কর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ সাহা এবং জেলা-উপজেলা পর্যায়ের মন্দির কমিটির নেতৃবৃন্দ।
    সভায় বক্তারা শান্তিপূর্ণ, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধাশীল আচরণ ও বোঝাপড়ার আহ্বান জানান।



    আরও খবর

    Sponsered content