প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১:২৯:০২ প্রিন্ট সংস্করণ
রাজকীয় গয়না, শাড়ি বা পোশাকে প্রায়ই নজর কাড়েন নীতা আম্বানি। গত বছর মুকেশ–নীতা দম্পতির ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে হয়েছে নানা আলোচনা–সমালোচনা। সে আলোচনা শুধুই বলিউডপাড়াতেই থেমে থাকেনি, তা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। আয়োজনটা যখন এমন চোখধাঁধানো আর জমকালো, তখন তা নিয়ে তো আলোচনা হবেই। এবার নতুন করে আলোচনায় ভারতের ধনকুবের দম্পতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। তবে এবারের কারণটা একেবারেই ভিন্ন। প্রথমবারের মতো তাঁদের নাম উঠেছে টাইম সাময়িকীর সবচেয়ে দানশীল ১০০ ব্যক্তির তালিকায়।