• খেলা

    অমিতের ফিফটির পর শুধুই নুরুল

      প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১:২২:০০ প্রিন্ট সংস্করণ

    নুরুল হাসানের জন্য ৯ ফিল্ডারই রাখা হলো বাইরে। ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল আর যে কটি রান করবে, তা যে অধিনায়কের ব্যাট থেকেই আসবে, সেটি বুঝে গিয়েছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। হলোও তা–ই—৪০ বলে ৪৮ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে নুরুল আউট হয়ে যাওয়ার পর আর মাত্র ২ রানই যোগ করতে পেরেছে বাংলাদেশ।



    আরও খবর

    Sponsered content