• Uncategorized

    নিঃস্বার্থ ভালোবাসার মানুষ তাছলিমা আক্তার মুক্তা।

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২২:২৯ প্রিন্ট সংস্করণ

    আমি পৃথিবীকে ভালোবাসি
    ভালোবাসি পৃথিবীর সকল মানুষকে
    স্রষ্টার এ ধরার মাঝে মানুষ সবচেয়ে অসহায়।
    গরীব ছুটে ধনের পিছনে ,
    ধনী ছুটে শান্তির পিছনে।
    আর আমি ছুটি নিঃস্বার্থ ভালোবাসার পিছনে
    যদিও এটা প্রমাণ করা খুব কঠিন, তবু এটাই সত্য।
    যে মানুষ গুলো প্রিয়ো জিনিসটা হারিয়ে
    শুধু বিবেকের তাড়নায় বেঁচে আছে –
    আমি সেসব মানুষের জন্য কিছু করতে চাই।
    যে মানুষ গুলো কষ্টের পাহাড়ে দাঁড়িয়ে
    নিজেকে অভিশাপ মনে করে
    তাদের মনে আশার প্রদীপ জ্বালাতে চাই।
    সূর্য যেমন নিজের জন্য জ্বলে না
    পৃথিবীর জন্য নিজেকে জ্বালায়
    চন্দ্র যেমন রাতের আঁধারে নিজেকে বিলায়।
    আমি তেমনি নিজেকে বিলিয়ে দিতে চাই।
    আমি সাগরের মতো নোনাজল হয়ে –
    শতশত মাঝি মাল্লার খুশির কারণ হতে চাই।
    সুবিশাল আকাশ হয়ে –
    তাঁরাদের বাসস্থান হতে চাই ।
    মেঘের ভেলা হয়ে –
    ঝমঝম বৃষ্টিতে পৃথিবীর প্রাণ হতে চাই
    পাহাড়ি ঝর্ণা হয়ে –
    পাথরকে ভিজিয়ে দেবো তাই।
    আমি তোমার নিঃস্বার্থ ভালোবাসার মানুষ হতে চাই ।



    আরও খবর

    Sponsered content