• Uncategorized

    গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩৪:৩৬ প্রিন্ট সংস্করণ

    মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

    বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখা পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।জামায়াতের কেন্দ্রীয় কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবির পূর্ণ বাস্তবায়ন লক্ষ্যে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    আজ ২৬ সেপ্টেম্বরশুক্রবার বিকেল ৫ টায় গফরগাঁও উপজেলার জামতলা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পাগলা থানা শাখা জামায়াত আমীর মাওলানা এমদাদুল হক।
    প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বারবার কারানির্যাত জননেতা জনাব মাওলানা ইসমাঈল হোসেন সোহেল এরপর উনার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    মিছিলপূর্ব সমাবেশে বক্তারা কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন চান। এ সময় তারা বলেন, এই পাঁচ দফা বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে॥ তখন ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না।



    আরও খবর

    Sponsered content