প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ২:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তানোর উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ৫দফা বাস্তবায়নের দাবিতে একটি বিশাল মিছিল উপজেলা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে থানা মোড় হয়ে তানোর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন
বাংলাদেশ জামাতে ইসলামী তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন।উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলানা জামিনুর রহমান।তিনি তার বক্তব্যে ৫ দফা দাবি উত্থাপন করেন,জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি। দাবিগুলো হলো১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।২. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বিভাগের মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম,উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী,এডভোকেট আব্দুল কাদের,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী,মাওলানা আনিসুর রহমান,মেয়র পদপ্রার্থী, মুন্ডুমালা পৌরসভা,ডা.সেকেন্দার আলী,চেয়ারম্যান পদপ্রার্থী,কলমা ইউনিয়ন,মোহাম্মদ জুয়েল রানা, চেয়ারম্যান পদপ্রার্থী, কামারগাঁও ইউনিয়ন মাওলানা মোকসেদ আলী,আমীর, তানোর পৌরসভা,জুয়েল উদ্দিন,সেক্রেটারি,তানোর পৌরসভা
অধ্যাপক মাওলানা আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী, বাঁধাইড় ইউনিয়ন মাওলানা মোঃ আফজাল হোসাইন, চেয়ারম্যান পদপ্রার্থী,সরঞ্জয় ইউনিয়ন
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শ্রমজীবী,কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।
ওবায়দুর রহমান সুজন,
তানোর,২৬ সেপ্টেম্বর ২০২৫
০১৭২১৭০৩৩৩৪