প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ২:৩৮:০৭ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম গংগাচড়া উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি” বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে গংগাচড়া সরকারি মাডেল উচ্চ বিদ্যালয় থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের নিয়ে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথী বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত রংপুর ১ আসনের সংসদ সদস্য প্রাথী রায়হান সিরাজী বলেন, “জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে হতে হবে, যাতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।”
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের রূপরেখা অনুযায়ী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতির বিচার করা ছাড়া বিকল্প নেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গংগাচড়া উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম ও গংগাচড়া ইউনিয়ন আমির সহ বিভিন্ন ইউনিয়ন আমির ও সেক্রেটারিা।
সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা আমীর মাঃ নায়েবুজজামান।
এছাড়াও বক্তব্য দেন গংগাচড়া উপজেলার বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা শ্রমিক কল্যাণ ফেডারেশন যুব বিভাগ সহ , ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ৫ দফা দাবি এখন দেশের ছাত্র-জনতার প্রাণের দাবি হয়ে উঠেছে। এ দাবির বাস্তবায়ন ছাড়া দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।