প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৯:১০ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেক্স
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুইটি চো’রা’ই মোটরসাইকেল উ’দ্ধা’র করা হয়েছে। অ’ভি’যা’নে জড়িত থাকার অ’ভি’যো:গে ২ জনকে গ্রে’ফ’তা’র করা হয়েছে।
জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে এই অ’ভি’যা’ন পরিচালিত হয়।
গো’প’ন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অ’ভি’যা’নে জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ সফলভাবে চো’রা’ই যানবাহন উ’দ্ধা’র ও চ’ক্রে’র সদস্যদের আ’ট’ক করতে সক্ষম হয়।
গ্রে’ফ’তা’র’কৃ’ত’দে’র বি’রু’দ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উ’দ্ধা’র’কৃ’ত মোটরসাইকেলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চো’রা’ই যানবাহন শনাক্ত ও উ’দ্ধা’র অ’ভি’যা’ন অব্যাহত থাকবে।