• বাংলাদেশ

    শারদীয় দুর্গাপূজা-২০২৫: গাইবান্ধায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ২:১০:০৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

    হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। মহা আনন্দ-উৎসবমুখর পরিবেশে টানা পাঁচ দিন পূজার নানা আনুষ্ঠানিকতা শেষে ২ অক্টোবর শুভ বিজয়া দশমীর মাধ্যমে সম্পন্ন হবে এই ধর্মীয় আয়োজন।

    এবারের দুর্গাপূজাকে ঘিরে গাইবান্ধা জুড়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি সর্বস্তরের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

    র‍্যাব জানায়, জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ প্রতিরোধে থাকবে মোবাইল টহল, সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মনিটরিং ব্যবস্থা। পূজার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে অতিরিক্ত র‍্যাব সদস্য মোতায়েন করা হবে।

    উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেছে র‍্যাব কর্তৃপক্ষ।



    আরও খবর

    Sponsered content