প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১:২৩:২৬ প্রিন্ট সংস্করণ
লাহোর কালান্দার্স দলটা যেন এক টুকরা বাংলাদেশ দল! আজ দলের সঙ্গে আবার যোগ দিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোরের হয়ে চলতি মৌসুমে ৮ উইকেট নেওয়া রিশাদ আমিরাত সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন।
একই দলে আছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। এলিমিনেটরে আজ ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে বাংলাদেশের তিন ক্রিকেটারকেই লাহোরের একাদশে দেখা যেতে পারে।