• অপরাধ

    সিরাজগঞ্জ রায়গঞ্জে চান্দাইকোনা স্ত্রী সুমি খাতুন (২০)কে নির্যাতন থানায় অভিযোগ দায়ের

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫১:২৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদ

    সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ের পারকোদলা গ্রামের স্বামী ছামিদুল কতৃক স্ত্রী সুমি খাতুন (২০)কে নির্যাতন থানায় অভিযোগ দায়ের।

    অভিযোগ সূত্রে জানা যায়, ২ বছর আগে পিতৃহারা সুমি খাতুনের সাথে ছামিদুলের বিয়ে হয়। ১১ মাস বয়সের শিশু সহ সুমি খাতুনকে নেশাগ্রস্ত ছামিদুল প্রায় সময়ই বেধড়ক মারধর অত্যাচার নির্যাতন করত। গত শনিবার ২৭/০৯/ ২৫ তারিখে ছামিদুল স্ত্রী সুমিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আশ্রয় হয় মায়ের বাড়ি। ভুমিহীন প্রতিবন্ধী মা হাফিজা খাতুন বলেন, মেয়ের জামাই ছামিদুল নেশাগ্রস্ত। তার জন্য সুমিকে প্রায় সময়ই মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার ও নির্যাতন করে। গত শুক্রবার মেয়ে সুমিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সুমি খাতুন বলেন, কোন টাকা ছাড়াই ভিজিডি চালের একটি কার্ড পাই। গত কয়েকদিন আগে আমার নাম্বারে একটি ফোন দিয়ে বলে বিকাশে ৫ হাজার টাকা পাঠান আপনার প্রতিবন্ধী মায়ের নামে ১ লাখ টাকা দিবে সরকার। ধার করে বিকাশে টাকা পাঠাই যা পরবর্তীতে কার্ডের চাল বিক্রি করে ধারের টাকা পরিশোধ করি।
    মারপিটের ঘটনায় রবিবার ( ২৮ সেপ্টেম্বর ) সকালে সুমি খাতুন রায়গঞ্জ থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, সুমি খাতুনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



    আরও খবর

    Sponsered content