• রাজনীতি

    সাত ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতা–কর্মীরা

      প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১২:১০:১৫ প্রিন্ট সংস্করণ

    সাত ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

    বিকেল পাঁচটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এদিনের মতো অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এ সময় ছাত্রদলের নেতা–কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির দাবি জানান।

    শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।



    আরও খবর

    Sponsered content