প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩১:২১ প্রিন্ট সংস্করণ
হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।
বাগেরহাটের রামপালের সদর ও রাজনগর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করে উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। গত সোমবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি রামপাল সদর ও রাজনগর ইউনিয়ন ২ টি কে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় ও শিশুশ্রম নিরসন কমিটি, সিবিও, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে রামপাল সদর ইউনিয়ন ও রাজনগর ইউনিয়ন শিশুশ্রমমুক্ত করা হয়। এ জন্য উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং আপডেট দেওয়া, সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় ৩৭ টি পরিবারকে এর আওতায় আনা হয়েছে। ৩৭ টি পরিবারকে নির্বাচিত করে ৮ হাজার করে টাকা আয়বর্ধকমূলক সহায়তা প্রদান করা হয়েছে। ওই ৩৭ জন শিশুকে বিদ্যালয়ে গমন ও তাদের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন করা হয়েছে। আরো কোন এমন শিশু পাওয়া গেলে তাদেরও শিশুশ্রমমুক্ত প্রকল্পে আওতায় আনা হবে বলে জানানো হয়। ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, হেল্থ ও নিউট্রিশন স্পেশালিষ্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিষ্ট সৈয়দ ইস্তিয়াক, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার, শিউলি কস্তা প্রমুখ।