প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩২:৫৬ প্রিন্ট সংস্করণ
সৈয়দ উসামা বিন শিহাব ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রলয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নিজস্ব প্রতিনিধিদের ওপর হামলা, মামলা কিংবা হয়রানির ঘটনা ঘটলেও অনেক মিডিয়া প্রতিষ্ঠান ঝামেলা এড়াতে স্বীকার করতে চান না। এতে ভুক্তভোগী প্রতিনিধি আরও বিপদে পড়ে। এ অবস্থায় মালিক ও সম্পাদকদের উচিত সাংবাদিকদের পাশে থেকে সাহস জোগানো।”
অনুষ্ঠানে তিনি দৈনিক প্রলয়-এর সাংবাদিক, কলাকুশলী, প্রকাশক ও পাঠকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং পত্রিকার মাল্টিমিডিয়া উদ্বোধন করেন।
অতিথিরা বলেন, একটি সংবাদপত্র কেবল খবর প্রকাশের মাধ্যম নয়—এটি সমাজের বিবেক, সময়ের সাক্ষী এবং ন্যায়ের কণ্ঠস্বর। দৈনিক প্রলয় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যে সাহসিকতা ও দায়িত্বশীলতা দেখিয়ে আসছে তা প্রশংসনীয়।
তারা আরও বলেন, “তথ্যের অবাধ প্রবাহ এবং মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের ভিত্তি। আজকের সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন আরও বেশি। আমরা আশা করি দৈনিক প্রলয় সত্য, ন্যায় ও নিরপেক্ষতার পথে আরও অটল থাকবে।”
অতিথিদের মতে, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ প্রতিটি ক্ষেত্রে সংবাদপত্রের অবদান অপরিসীম। সমাজের আয়না দেখতে চাইলে সংবাদপত্রই সঠিক প্রতিচ্ছবি তুলে ধরে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক মো: মাসুদ, দৈনিক আমাদের কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক সেলিম মিয়াজীসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।