• Uncategorized

    মনিরামপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    দিপু মন্ডল প্রতিনিধি-যশোর

    যশোরের মনিরামপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মনিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে উত্তাল হয়ে উঠলো শুক্রবার বিকেলে উপজেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট গাজী এনামুল হক।
    এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। দাবি জানান ফেব্রুয়ারিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জনগণের ভোটাধিকার নিশ্চিত একদলীয় শাসনের অবসান

    কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

    গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে মনিরামপুরে এই কর্মসূচি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।



    আরও খবর

    Sponsered content