• খেলা

    ভারতের কাছে হেরে পাকিস্তানের বিপক্ষে ‘সেমিফাইনালের’ অপেক্ষায় বাংলাদেশ

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৭:২৬:০৩ প্রিন্ট সংস্করণ

    ভাগ্যটা তাহলে ঝুলেই থাকল বাংলাদেশের!

    ভালো-মন্দ মিশিয়ে করা বোলিংয়ের পর হতাশার ব্যাটিংই লিখে দিল গল্পটা। ভারতের বিপক্ষে আগের ১৭ টি-টোয়েন্টির ১৬ ম্যাচে যা নিয়তি বাংলাদেশের—সেই হারই সঙ্গী হলো আবার। দুবাইয়ে এবার হার ৪১ রানের। হিসাব এখন সোজা—বৃহস্পতিবার পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে, না হলে ফেরার টিকিট। ভারত অবশ্য এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বুধবার বাংলাদেশকে হারিয়েই।



    আরও খবর

    Sponsered content