প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩০:০৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চারদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন আগামিকাল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নিজ বাসভবনে উপস্থিত হবেন। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর টানা চারদিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ওইদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারি সচিব মোস্তফা নোমান আলাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকুর তিনদিনের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ২৯ সেপ্টেম্বর রাত ৮টায় ড্যাবের আলোচনা সভায় যোগদান, ৩০ অক্টোবর সকালে ১, ২, ৩, ৪, ও ৫ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মতবিনিময় ও দুর্গামণ্ডপ পরিদর্শন। ১ অক্টোবর বুধবার সকালে বিএনপির ওয়ার্ড নেতাকর্মীদের সাথে মতবিনিয়ম, বিকেলে শিক্ষকদের সাথে মতবিনিময়, সন্ধ্যায় কালিবাড়ী দুর্গামণ্ডপ পরিদর্শন এবং ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়।