প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১:৩৫:২৫ প্রিন্ট সংস্করণ
চাকরি হারিয়ে শোজি সে সময় নিজের একটি ওয়েবসাইট খোলেন। সেখানে জানান, যাঁর যা প্রয়োজন, অর্থের বিনিময়ে তিনি সেটিই করতে প্রস্তুত। বেশির ভাগ মানুষ শোজির কাছে কী চেয়েছে জানেন? কেবল সঙ্গ!
যেমন এক ম্যারাথন রানারের জন্য ফিনিশিং লাইনে অপেক্ষা করেছেন শোজি। তাঁর কাজ ছিল ম্যারাথন শেষে তালি দেওয়া, অভিনন্দন জানানো। এক নারী তাঁকে প্রথমবার ভাড়া করেছিলেন পার্টিতে নিয়ে যাওয়ার জন্য, কেননা পার্টিতে গিয়ে তাঁর খুবই একা লাগে। এরপর শোজি বেশ কয়েকবার ওই নারীর সঙ্গে পার্টিতে ও নানা জায়গায় গেছেন। অনেকেই শোজিকে ভাড়া করেছেন একসঙ্গে কেক বা কফি খেতে, গল্প করতে। একবার এক নারী শোজিকে এক ঘণ্টার জন্য ভাড়া করেছিলেন স্রেফ তাঁর পাশে বসে থাকার জন্য। সে সময় তিনি ডিভোর্স পেপারে সই করেন। অনেকের সঙ্গে ঘুরতে গিয়ে শোজি তাঁদের ছবি তুলে দিয়েছেন। ভিডিও করেছেন।