প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৪৪:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামকে বদলী করে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের রসানয়ন বিভাগের প্রধান মো. মুহিদুল হাসানকে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম অফিস অর্ডারটি দেখেছেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে শিক্ষার্থী পরিবহনের জন্য বাস না থাকলেও এ খাতে শিক্ষার্থীদের কাছে বছরে ২৫০ টাকা করে মোট ৬২ লাখ ৫০ হাজার টাকা আদায়, শিক্ষার্থী ভর্তিতে আইসিটি খাতে ৫০ এর যায়গায় দিগুণ ১০০ টাকা করে নেয়া, কলেজে প্রায় ২৫ হাজার শিক্ষার্থীদের কাছ থেকে এক বছরে ১৫ লাখ টাকারও বেশি আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতিমধ্যে এসব অভিযোগের তদন্ত শুরু করেছে
দুদকের একটি টিম সরেজমিনে এসে প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতাও পেয়েছে বলেও জানিয়েছে। এসব কারণে প্রফেসর আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ থেকে বদলী করা হয়েছে বলে অনেকেই মনে করছেন।
তবে অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এতে আমি অসন্তুষ্ট নই। আমি নিজেও এত চাপ নিতে পারছিলাম না। যেটা হয়েছে আলহামুলিল্লাহ