• অপরাধ

     সিরাজগঞ্জের সলঙ্গায় ৫বছরের শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় ধর্ষককে দ্রুত আটক করে শান্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১:০০:০৮ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    সিরাজগঞ্জের সলঙ্গায় ৫বছরের শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় ধর্ষককে দ্রুত আটক করে শান্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তর এই মানববন্ধন করেন এলাকাবাসী।

    মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ আগষ্ট বিকেলে হাটিকুমরুল মাঠপাড়া মসজিদের পাশে ৫বছেরের একটি শিশুকে ধর্ষনের চেষ্টা করেন একই গ্রামের মৃত মইনুল ইসলামের ছেলে হাবিবুর রহমান হাবি (৮০)।

    এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদি হয়ে সলঙ্গা থানায় ধর্ষনের চেষ্টার  মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ৩দিন পার হয়ে গেলেও এখনো ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে প্রভাবশালী একটি মহল বিষয়টিকে ধামাচাপা দিতে বাদিকে লোভনীয় প্রস্তাব আর হুমকি দিয়ে মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করছেন।

    মানববন্ধনে বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষককে আটক করা না হলে মহাসড়ক অবরোধ করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়ুব আলী, শাহরিয়ার  মোরশেদ, শাকিল আহমেদ, অপূর্ব, আল আমিন হোসেন, সুমন আহমেদ।  এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ধর্ষনের ঘটনায় ধর্ষকে আটকের চেষ্টা চলমান রয়েছে।



    আরও খবর

    Sponsered content