• Uncategorized

    ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

    বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৭সেপ্টেম্বর শনিবার সকালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে এ র‍্যালির আয়োজন করা হয়।

    ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের নেতৃত্বে র‍্যালিটি টাউন হল প্রাঙ্গণের একপাশ থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে অপর পাশে গিয়ে শেষ হয়। জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত র‍্যালিতে সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

    পরে টাউন হল প্রাঙ্গনে দিবসটি উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, অন্ন-বস্ত্রের পাশাপাশি মানসিক বিকাশের জন্য অবকাশ প্রয়োজন। আর তার জন্য সঠিক স্থান ও অবকাঠামোসহ অন্যান্য সুবিধা থাকা জরুরি। এই সুবিধাগুলো নিশ্চিত করা গেলে ময়মনসিংহের আশেপাশের পর্যটন স্পটগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগ থাকলে পর্যটনে ময়মনসিংহ অঞ্চল আরো এগিয়ে যাবে।



    আরও খবর

    Sponsered content