• Uncategorized

    বাবা-ছেলের কথা-কাটাকাটি, কেউ বেঁচে নেই

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ৭:১৬:১৯ প্রিন্ট সংস্করণ

    দৈনিক আলোকিত সলঙ্গা নিউজ ডেক্স।

    বাবার মৃত্যু শোক সইতে না পেরে অভিযোগ উঠেছে গলায় ফাঁস নিয়ে বিজয় কুমার বিশ্বাস নামে ছেলে আত্মহত্যা করেছেন।কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পুলিশ ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিজয় কুমার বিশ্বাসের বাবা শম্ভু চরণ বিশ্বাস(৭২) পূজা উপলক্ষে বাড়ির একটি ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজারে বিক্রি করেন। রাত সাড়ে নয়টার দিকে বিজয় তার বাবার কাছে ছাগল বিক্রির অর্ধেক টাকা দাবি করেন। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবা শম্ভু চরণ উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে শম্ভু চরণ মারা যান। বাবার মৃত্যুর কিছুক্ষণ পর তাদের বাড়ির পেছনে একটি গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় বিজয় কুমার বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পরিবারের সদস্যদের দাবি বাবার মৃত্যু শোক সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় ছেলে বিজয়।

    কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, কুমারখালীর বাগুলাট গ্রাম থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যু কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।



    আরও খবর

    Sponsered content