• Uncategorized

    কোন ষড়যন্ত্র করে কাজ হবে না মোহাম্মদপুরের বাঁশো বিএনপি’র কর্মী সমাবেশে মিথুন রায় চৌধুরী।

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি ••
    মাগুরা মোহাম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের বাঁশো মাছিনাগড়া ৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

    শুক্রবার বিকালে বাঁশো মাছিনাগড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ।
    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান, সৈয়দ হাফিজুর রহমান বাকি মিয়ার সভাপতিত্বে ,

    মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক,এ্যাড• মিথুন রায় চৌধুরী বিশেষ অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন ।
    তিনি বলেন,কোন ষড়যন্ত্র করে কাজ হবে না,খুলনা বিভাগের মধ্যে মাগুরা দুই আসনে সবচাইতে বেশি ভোট দিয়ে তারেক রহমানকে উপহারের পাশাপাশি বিভিন্ন দিক তুলে ধরে, বিশেষ অতিথি বাবু মিথুন রায়চৌধুরী বক্তব্য রাখেন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
    মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক , এ্যাড রোকনুজ্জামান খান ,
    মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, অধ্যক্ষ মৌমুর বৃধা ,
    উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এ্যাড • মনিরুল ইসলাম মুকুল ,
    উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,
    ডা•এম এম রইচ উদ্দিন আহমেদ ,
    এছাড়া বক্তব্য রাখেন,আমিনুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক, ইব্রাহিম সর্দার শাকিল ।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,
    মাগুরা জেলা ছাত্রদলের সাবেক মানবাধিকার সম্পাদক , সজিবুর রহমান সবুজ ।
    এছাড়াও জেলা উপজেলা সহ স্থানীয় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।



    আরও খবর

    Sponsered content