• Uncategorized

    আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর বৃটেনের কার্ডিফে দাওয়াতি সফর

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৭:১৭:৪৪ প্রিন্ট সংস্করণ

    শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক।

    বাংলাদেশ থেকে দাওয়াতী সফরে যুক্তরাজ্যে আগমন করেন বিশিষ্ট ইসলামী গবেষক, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী।

    যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মাদ্রাসা, মসজিদে, সভা সেমিনারে ইসলামের সুমহান আদর্শ তুলে ওয়াজ নসিহত করছেন। এই ধারাবাহিকতায় ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে দাওয়াতি কাজে অংশ নিতে আসেন। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে কার্ডিফ বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
    সবাই জড়ো হতে থাকেন মুফতি সাহেবের সাথে দেখা করতে ও দোয়া নিতে। দিনভর ওয়াজ নসিহত ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করেন।

    ২৪ শে সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় বৃটেনের কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করেন।
    মাদ্রাসা পরিদর্শনকালে বিশিষ্ট ইসলামী গবেষক, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর সাথে এক মতবিনিময় সভা কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাষ্টি ও দারুস সুন্নাহ মাদ্রাসা কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান কাউন্সিলর দিলওয়ার আলী ও ক্বারী নুরুল ইসলাম,
    সেক্রেটারি আনসার মিয়া, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন জুবায়ের ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী। মতবিনিময় শেষে মাদ্রাসায় উপস্থিত সবাইকে নিয়ে সুরা এখলাছ মশক্ব প্রদান এবং মোনাজাত করেন।

    মতবিনিয়কালে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ তাআলা যাকে কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত করেন, এটা তার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সৌভাগ্যের ব্যাপার। ভালো কাজে শরীক হওয়া মানেই আল্লাহর রহমতের ছায়াতলে আসা। এই পৃথিবীতে ভালো মানুষদের সংস্পর্শে গেলে মানুষ ভালো কিছু শিখে এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে।
    মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সবচেয়ে দামি ঘর হলো সেই ঘর, যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়ে থাকে। আজকে যে কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করলাম এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি নেক কাজের বড় প্ল্যাটফর্ম, যেখানে শিশুদের কুরআনের নূরে আলোকিত করা হবে। আমি যারা এই উইকেন্ড মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করেছেন, সময় ও অর্থ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, এই এলাকার প্রবাসীরা ইসলামের সঠিক আকিদাকে অনুসরণ করে ইসলামিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।যেমন তিনি বলেছেন এ সব ভালো কাজে শরীক হওয়া আল্লাহর বিশেষ রহমতের একটি অংশ। বাদ যুহর কার্ডিফ শাহজালাল মসজিদে কমিউনিটি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য,শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। মুসল্লিগণ উনাকে পেয়ে খুব খুশি হোন। এবং কুশলাদি বিনিময় করেন।

    একই দিনে আনজুমানে আল-ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের পক্ষ থেকে বাদ মাগরিব কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। কার্ডিফ ও পার্শ্ববর্তী শহরের অনেকেই ওয়াজ মাহফিলে উপস্থিত হোন। জালালিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন।



    আরও খবর

    Sponsered content