সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ স্বাধীনতার ৫৪ বছরেও বরগুনার আমতলীতে শহীদ মিনার, স্মৃতি সৌদ, মুক্ত মঞ্চের মতো জাতীয় প্রতিষ্ঠান নির্মিত না হলেও এসব গুরুত্বপূর্ণ বিষয় সহ আরও দু'টি প্রকল্প বাস্তবায়ন নবাগত উপজেলা নির্বাহী মোঃ রোকনউজ্জামান খান।
এ সকল জনগুরুত্বপূর্ণ স্থাপনা গুলো নির্মানে উপজেলা বাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তা আলোর মুখ দেখেনি। দীর্ঘ এ সময়ে একাধিক জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কেহ এসব নির্মানে এগিয়ে না আসলেও জন দাবী বিবেচনা করে প্রকল্প গুলো বাস্তবায়ন করলেন রোকন উজ্জামান খান।
তার আমতলীতে যোগদানের পরিচিতি সভায় উপস্থিত সকলে এসব স্হাপনা নির্মাণে তার নিকট দাবী জানান। সভায় তিনি প্রতিটি স্থাপনা স্বল্প সময়ের মধ্যে নির্মাণের প্রতিশ্রতি দেন। সে অনুযায়ী প্রকল্পের কাজ যথা সময়ে শুরু করা হয়েছে। এরমধ্যে একটির সংস্কারের পর উদ্ভোদনও করা হয়েছে এবং অপরটি এ মাসের ত্রিশ তারিখে উদ্ভোদন করা হবে।
পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য প্রকল্প গুলো হলো শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্ত মঞ্চ,অফিসার ক্লাব ও উপজেলা পরিষদ মিলনায়তন এবং শিশু পার্কের সংস্কার ও নতুন রাইড স্হাপন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী জানান, এ সকল প্রকল্প গুলো নির্মাণের জন্য উপজেলা বাসীর দাবীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক প্রচেষ্টায় ও প্রকৌশল বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে। ইতিমধ্যে একটি উদ্ভোদন করা হয়েছে। এবং আরও একটি এ মাসের ৩০ তারিখ উদ্ভোদন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনউজ্জামান খান বলেন, আমি আমতলীতে যোগদানের পর পরিচিতি সভায় উপস্থিত সকলে পাঁচটি প্রকল্পের বিষয়ে দাবি তুললে আমি বিষয় গুলোর গুরুত্ব অনুধাবন করে স্বল্প সময়ের মধ্যে কাজ গুলো সম্পন্ন করার জন্য ব্যবস্হা গ্রহণ করি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান
- প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু
উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১সংবাদ
উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান
নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮ WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮
ই-মেইলঃ dailyalokitosolanga@gmail.com