এম মনিরুজ্জামান , পাবনা: সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর বহিষ্কার দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রোববার বিকেলে পাবনার সুজানগর উপজেলা ভায়না ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে সর্বস্তরের দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে কুড়ি পাড়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন,
বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত এবং জনপ্রিয় নেতা সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফকে বহিষ্কার করানো হয়েছে।
তারা আরো বলেন, শেখ আব্দুর রউফ আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন।
তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেতাকর্মীরা তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন,ষড়যন্ত্র করে কখনো নেতৃত্বকে মুছে ফেলা যায় না।
শেখ আব্দুর রউফ
রাজপথের লড়াকু সৈনিক, দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিক, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ একজন জননেতা। তাই শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
এ উপস্থিত ছিলেন,সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সাধারন সম্পাদক উজ্জল হোসেন প্রামানিক, ভায়না ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক কানু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, সিনিয়র সহ সভাপতি মোকাদ্দেস আলী, বিএনপি নেতার রহমত আলী মোল্লা, আব্দুল মতিন, রবিউল ইসলাম রবি, মফিজ সরদার, ভায়না ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক সেলিম, ছাত্রদল নেতা আলামিন প্রামানিক, শাকিল, ভায়না ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান
- প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু
উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১সংবাদ
উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান
নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮ WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮
ই-মেইলঃ dailyalokitosolanga@gmail.com