এম মনিরুজ্জামান, পাবনা : সুজানগর পৌর বাজারে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় পৌরবাজারের কৃষি বীজ ভান্ডার, মহিত বীজ ভান্ডার ও মন্ডল বীজ ভান্ডার নামে ৩টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলামসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং থানার এসআই আবুল বাশার ও আনসার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে সুজানগরের সার ডিলার আব্দুল কাদের রোকনের স্যারের গোডাউনেও অভিযান চালানো হয়। এ সময় স্যার ডিলার আব্দুল কাদের রোকনের কাছ থেকে সরাসরি কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের সকল তথ্য নেওয়া হয়। ইউএনও মীর রাশেদুজ্জামান
রাশেদ বলেন, ‘আমরা খবর পাই, নিবন্ধিত ডিলারের বাইরেও কিছু খুচরা বিক্রেতা অননুমোদিত ভাবে সার বিক্রি করে আসছে। অভিযানে দেখতে পেলাম লাইসেন্স নেই অননুমোদিত বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছে। কোনো প্রকার অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে ৩টি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৩০ বস্তা জব্দকৃত ডিএপি, এমওপি ও ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে কৃষকদের নিকট বিক্রি করে সেই অর্থ রবিবার সরকারি কোষাগরে জমা দেওয়া হয়।এছাড়া, সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, স্যার ডিলার আব্দুল কাদের রোকনের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রয়ের ভাউচারসহ সকল তথ্য নেওয়া হয়েছে আমরা তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে কোন ধরনের অনিয়ম পেলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ আরো জানান, কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে তারা যেন আর বিক্রয় না করে। অনুমোদনহীন ব্যবসা থেকে ফিরে আসে যেনো। সকল ডিলারের প্রতি অনুরোধ, তারা যেন কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান
- প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু
উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১সংবাদ
উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান
নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮ WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮
ই-মেইলঃ dailyalokitosolanga@gmail.com