নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে সদর উপজেলায় প্রাইভেটকার ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছোনগাছা বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী একটি প্রাইভেটকার ছোনগাছা বাজারের ভেতর দিয়ে ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটর সাইকেলটি দুভাগ হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এতে প্রাইভেটকার ও মোটর সাইকেলের আরোহীরা ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন তরুণ গুরুতরভাবে আহত হন। তারা হলেন—জুনায়েদ (১৮), পিতা মো. আসলামের ছেলে; বাইজিদ (১৮); এবং গুপি হাওলাদারের ছেলে মুক্তা (১৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে প্রাইভেটকারে থাকা চারজন পুলিশ সদস্যও মারাত্মকভাবে আহত হন। তারাও বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর দাবি, অতিরিক্ত গতির কারণেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাজারের ব্যস্ত এলাকায় হঠাৎ করে গাড়ি ওভারস্পিড করলে এমন দুর্ঘটনা প্রায় অনিবার্য হয়ে ওঠে। তারা মনে করেন, ট্রাফিক আইন অমান্য ও বেপরোয়া গাড়ি চালানোই এর মূল কারণ।
দুর্ঘটনার পর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত দৌড়ে এসে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন। স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, অথচ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এলাকার সচেতন মহল বলছে, ছোনগাছা বাজার এলাকায় সড়কে যথাযথ স্পিডব্রেকার, সাইনবোর্ড ও পুলিশি টহল বৃদ্ধি করা জরুরি। নইলে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান
- প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু
উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১সংবাদ
উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান
নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮ WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮
ই-মেইলঃ dailyalokitosolanga@gmail.com