হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালের ১১ টি বিদ্যালয়কে সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা করে উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ১১ টি বিদ্যালয়কে সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা করেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় ও সমন্বিত বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে এ সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়।
বিদ্যালয়গুলো হলো শ্রীফলতলা সপ্রাবি, কিসমত ঝনঝনিয়া সপ্রাবি, পিপুলবুনিয়া সপ্রাবি, জয়নগর সপ্রাবি, গোনাবেলাই সপ্রাবি, বড় দুর্গাপুর সপ্রাবি, বিশ্বসুক মাধ্যমিক বিদ্যালয়, গাজীখালী সপ্রাবি, তালবুনিয়া সপ্রাবি, চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা হাজি আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়গুলোকে সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সমন্বয়ে সবুজ বিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং তাদের এ বিষয়ে ওরিয়েন্টশন করে সবুজ বিদ্যালয় বাস্তবায়নের কাজ শুরু করা হয়। বিদ্যালয়ের সার্বিক অবস্থা বিশ্লেষণ ও সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য একটি সার্বিক কর্মপরিকল্পনা গ্রহন করা। কমিটির সদস্যদের দায়িত্ব ভাগ করে কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত কার্যক্রম ফলোআপ অনুযায়ী ফলাফল পর্যবেক্ষণ করা। বিদ্যালয়কে সমন্বিত সবুজ বিদ্যালয় করা ও তা অব্যাহত রাখার জন্য কমিটির কার্যক্রম সচল রাখার ব্যাবস্থা করা হয়। ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, হেল্থ ও নিউট্রিশন স্পেশালিষ্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিষ্ট সৈয়দ ইস্তিয়াক, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার, শিউলি কস্তা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান
- প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু
উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১সংবাদ
উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান
নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮ WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮
ই-মেইলঃ dailyalokitosolanga@gmail.com