হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার রামপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঘরে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রুস্তুম আলী মিলটন বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে রুস্তুম আলী মিলটন উল্লেখ করেন, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একই গ্রামের এসকেন্দার আলী (৪৫) ও সেলিম রেজা (৪০) তার ঘরের পূর্ব দুয়ারি কক্ষে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের ভেতরে রাখা পেঁয়াজ, গম, চাল, গবাদিপশুর খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
রুস্তুম আলী মিলটন বলেন, “রাতে ঘুমানোর সময় আগুনের শব্দ শুনে উঠে দেখি প্রতিপক্ষ জানালা দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।”
তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মো. হাসান আলী সোহেল
নাটোর।
তাং- ২৮-০৯-২০২৫খ্রী.
মোবা- ০১৭৭২-৮৬২৫৭৯
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান
- প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু
উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১সংবাদ
উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান
নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮ WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮
ই-মেইলঃ dailyalokitosolanga@gmail.com